লকডাউনে ব্যাংক খোলা থাকবে সপ্তাহে ৪দিন / লেনদেন ১০টা-দেড়টা

নিজস্ব প্রতিবেদক/

করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছে যাওয়ায় বিশেষজ্ঞদের সুপারিশে ১ জুলাই বৃহস্পতিবার থেকে ‘কঠোর লকডাউন’ শুরু হচ্ছে।
কঠোর লকডাউনে সপ্তাহে চার দিন ব্যাংক সপ্তাহে খোলা থাকবে, প্রতিদিন সাড়ে ৩ ঘণ্টা চলবে লেনদেন।

 

সরকার সেই লকডাউনের বিধি-নিষেধ আরোপের পর বুধবার বাংলাদেশ ব্যাংকও ব্যাংকগুলোর লেনদেনের নতুন সময়সূচি প্রকাশ করে নির্দেশনা দেয়।

নির্দেশনায় বলা হয়েছে, লকডাউনের এই সময়ে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির পাশাপাশি রোববারও ব্যাংক বন্ধ থাকবে।
ছুটির দিন ও রোববার বাদে অন্য দিনে সকাল ১০টা থেকে দেড়টা পর্যন্ত ব্যাংকে লেনদেন চলবে।

১ জুলাই ব্যাংক হলিডে এবং তার পরবর্তী দুদিন ছুটি হওয়ায় এবং তার পর রোববার হওয়ায় আগামী চার দিন দেশের ব্যাংকগুলো বন্ধ থাকবে।

লকডাউনের সময় ঘর থেকে বাইরে বের হওয়ায় মানা থাকায় ব্যাংক কর্মকর্তা/কর্মচারীদের চলাচলের সময় স্ব স্ব প্রতিষ্ঠানের পরিচয়পত্র সঙ্গে রাখতে বলা হয়েছে।