লালপুরে মৎস্য সপ্তাহের উদ্বোধন

সংবাদদাতা/
‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই শ্লোগান কে সামনে রেখে নাটোরের লালপুরে বর্ণাঢ্য র‌্যালী আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও পোনামাছ অবমুক্ত করনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহের শুভ উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষ্যে মঙ্গলবার (২৫ জুলাই) উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যাল শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। আলোচনা সভা শেষে সফল মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে উপজেলা পরিষদের পুকুরে পোনামাছ অবমুক্ত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম নাজিমুদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা পৃতম কুমার হৌড়, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহাফুজুর রহমান, ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির ইনর্চাজ নীরেন্দ্রনাথ মন্ডল, ওয়ালিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নূরে আলম সিদ্দিকী, আওয়ামী লীগ নেতা রোকনুল ইসলাম প্রমুখ।