রাজশাহী বিভাগে করোনায় মৃত্যু বেড়ে ২৬৬ জন

নিজস্ব প্রতিবেদক /
রাজশাহী বিভাগের আট জেলার মধ্যে পাঁচ জেলায় গত ২৪ ঘণ্টায় ১০৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একই সময় জয়পুরহাটে একজন এবং বগুড়াতে তিনজন করোনা আক্রান্ত রোগি মারা গেছেন। এছাড়াও গত ২৪ ঘন্টয় সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ১৩৮ জন।

শুক্রবার সকাল পর্যন্ত এ বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ১৮৬ জনে। এ বিভাগে এখন পর্যন্ত মারা গেছেন ২৬৬ জন এবং সুস্থ্য হয়েছেন ১৩ হাজার ৬৩৩ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৪ হাজার ৬৭৩ জন। দুপুরে এক প্রতিবেদনে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দপ্তারের পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য্য এ তথ্য জানিয়েছেন।

ডা. গোপেন্দ্র নাথ জানান, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তের মধ্যে রাজশাহীর ১৫ জন, চাঁপাইনবাবগঞ্জের ১২ জন, নওগাঁর ২৫ জন, বগুড়ায় ৪৭ জন ও সিরাজগঞ্জে ৪ জন। তবে নাটোরে, জয়পুরহাটে এবং পাবনায় এ দিন কোন করোনা রোগি শনাক্ত হয়নি।

তিনি জানান, রাজশাহী বিভাগে এ পর্যন্ত করোনা আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ বগুড়ায় ৬ হাজার ৮৪৬ জন। এছাড়াও রাজশাহীতে ৪ হাজার ৬২৭ জন, চাঁপাইনবাবগঞ্জে ৭১৬ জন, নওগাঁয় ১ হাজার ১৮১ জন, নাটোরে ৮৬৭ জন, জয়পুরহাটে ৯৫৯ জন, সিরাজগঞ্জে ১ হাজার ৯৭০ জন ও পাবনায় ১ হাজার ২০ জনের করোনা শনাক্ত হয়েছে।
তিনি বলেন, সরকারি হিসেবে এ পর্যন্ত বিভাগের আট জেলায় মৃতের সংখ্যা ২৬৬ জন। এর মধ্যে রাজশাহীতে ৪২ জন, চাঁপাইনবাবগঞ্জে ১২ জন, নওগাঁয় ১৭ জন, নাটোরে ৮ জন, জয়পুরহাটে ৬ জন, বগুড়ায় ১৬০ জন, সিরাজগঞ্জে ১২ জন ও পাবনায় ৯ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে।
এ পর্যন্ত রাজশাহী বিভাগে সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ১৩ হাজার ৬৩৩ জন করোনা আক্রান্ত রোগি। এর মধ্যে রাজশাহীতে ৩ হাজার ৩২৮, চাঁপাইনবাবগঞ্জে ৫৫১ জন, নওগাঁয় ১ হাজার ৪৮ জন, নাটোরে ৬২৭ জন, জয়পুরহাট ২২৯ জন, বগুড়ায় ৫ হাজার ৮০১ জন, সিরাজগঞ্জ ১ হাজার ১৫৬ জন ও পাবনায় ৮৯৩ জন।