হেরিতে যাব একদিন

তোমারে হেরিত যাবগো একদিন
বাউল সাধকের সাজে।
দেখিয়া আসিব কি ব্যাথা
তোমার অন্তর জুড়িয়া বাজে।
তুমি যদি হারিয়ে ফেলো
কবিতার ছন্দ তান।
বসন্তে তাহলে শুনিব
কেমনে কোকিলের কুহুতান?
বসন্তে শুধু কৃষ্ণচূড়ার ডালে
ফুল ফুটিলে কি হবে।
কোকিল আসিয়া তার ডালে
বসে যদি না গান গাবে।
কবিতার আসরে যদি
তুমি শুধু নীরব থাকো কবি।
কি হবে আর হৃদয় চিত্ত ভরিয়া
হেরিয়া তোমার ছবি।
কবিতার শব্দ নয়নে আসেনা
শুধু চোখে আসে জল।
কার শোকে কাদে আকাশ
চৌদিকে জলে টলমল।
ভালোবাসার জলে ভিজিলে কবি
নাই কোন ক্ষতি।
চাদ যেমন ভালোবাসার লাগি
জাগে সারা রাতি।
কেঁদে আর ফিরে যেও না কবি
মোদের অনুরাগে।
বসন্তে ফুল ফুটবে না আর
মোদের কুসুম-বাগে।।