আত্মীয়র বাড়ি থেকে সরকারী গম উদ্ধারের ঘটনায় নাটোরের সেই চেয়ারম্যান কারাগারে

নিজস্ব প্রতিবেদক/

নাটোর সদর উপজেলা ছাতনী ইউনিয়নে চেয়ারম্যান তোফাজ্জল হোসেনের আত্মীর বাড়ি থেকে একশ বস্তা সরকারী গম উদ্ধারের ঘটনায় দুদকের পক্ষ থেকে মামলা করা হয়েছে। দুদকের রাজশাহী কার্যালয়ের সহকারী পরিচালক নাজমুল হুসাইন বাদি হয়ে বৃহস্পতিবার দুপুরে নাটোর সদর থানায় চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, মেম্বার শাহানাজ পারভীন ও চেয়ারম্যানের নাতি জামাই কুরবান আলীর বিরুদ্ধে মামলা করেন।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান, দুদকের মামলায় গ্রেফতার থাকা চেয়ারম্যান তোফাজ্জল হোসেন ও মেম্বার শাহানাজ পারভিনকে বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট খুরশিদ আলমের আদালতে হাজির করা হলে আদালত তাদের জেল হাজতে প্রেরন করেন। তবে অপর অভিযুক্ত কুরবান আলী পলাতক রয়েছেন জানান তিনি।
বুধবার বিকেলে সদর উপজেলার মাঝদিঘা পূর্বপাড়া এলাকা থেকে ছাতনী ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেনের নাতী জামাই কোরবানের বাড়ি থেকে একশ বস্তা সরকারী গম উদ্ধার করে পুলিশ।
পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, গমগুলো খাল খনের গম।