নাটোরে চেয়ারম্যানের আত্মীয়ের বাড়ি থেকে ১শ বস্তা সরকারি গম উদ্ধার

নিজস্ব প্রতিবেদক/
নাটোরের ছাতনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেনের আত্মীয়ের বাড়ি থেকে ১ শ বস্তা সরকারি গম উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে সদর উপজেলার ছাতনী ইউনিয়নের মাঝদীঘা পূর্ব পাড়া গ্রামের চেয়ারম্যান তোফাজ্জল হোসেনের আত্মীয় মৃত রুহুল আমিনের ছেলে কোরবান আলীর বাড়ি থেকে এই গম উদ্ধার করা হয়।  সর্বশেষ জানা গেছে, পুলিশ ইউপি চেয়ারম্যান ও তার আত্নীয়কে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে।

নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে পুলিশ উপজেলার ছাতনী ইউনিয়নের মাঝদীঘা পূর্ব পাড়া গ্রামের কোরবান আলীর বাড়িতে অভিযান চালায়। সেখানে একটি ঘরে মজুত করা অবস্থায় সরকারি ১শ বস্তা গম পাওয়া যায়। কোরবান আলী বলেছেন গমভর্তি বস্তাগুলি চেয়ারম্যান তোফাজ্জল হোসেনের এবং তার বাড়িতে এগুলো রাখতে বলেছেন চেয়ারম্যান।

ওসি জাহাঙ্গীর আলম আরো জানান, গমগুলি কার এবং কেন এখানে রাখা হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।তদন্ত স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য চেয়ারম্যান ও তার আত্নীয়কে থানায় নিয়ে আসা হয়েছে।