ইলিয়াছ হোসেন এর কবিতা ‘ঈদুল আযহা’

জিলহজ মাসের দশ তারিখে
ঈদুল আযহা আসে,
শিশু কিশোর ঈদের দিনে
মনের হর্ষে ভাসে।
ভোরে ঈদের নামাজ পড়তে
ঈদগাহে তারা যায়,
ঈদের নামাজ পড়ার শেষে
পরম তৃপ্তি পায়।
দীনের হাতে মাংস দিয়ে
ফুটায় মুখে হাসি,
তাদের মুখের হাসি দেখে
পায় যে সুখ রাশি।
দীন বিত্তবান ভুলে গিয়ে
হাতে হাত ধরে,
সারা দিন একত্রে ঘুরে
দারুণ মজা করে।