ফাগুনের গান

জিল্লুর রহমান পাটোয়ারী /
ফাগুনের গুনগুনিয়ে গান শুনিয়ে,
বনে বনে নাচে পাখি –
হাসে গাছে আমের মুকুল গুঞ্জরণে,
ফাগুন দিনের ছবি আঁকি।
অবোলা ভোমর খোঁজে মধুর লোভে,
বনে বনে রাধা সেজে –
বাজে রে বাজায় মাদল কোমর দোলে,
বনময়ূরী পেখম গুঁজে।
খুঁজে আকুল ভোমরী পাগল হয়ে,
ফাগুনের বনে বনে –
উদাসী হাওয়ার তানে ছন্দ আনে,
ফাগুনের গানে গানে।
হেসে যায় দখিন হাওয়া দূর আকাশে,
পাওয়ারই গন্ধ শুঁকে –
পেয়ে সে যদি হারায় হারানোর দুঃখ ধুঁকে,
ব্যাথা সে নিয়ে বুকে।