দাদার জালে ভাঙা হাঁড়ি

মোঃ তাইফুর রহমান, মোরেলগঞ্জ,বাগেরহাট/
জাল ফেলেছে পুকুরে ওই আমার প্রাণের দাদা
শোল কাতল আর ধরবে বোয়াল এই যে তার ওয়াদা ।
জাল ফেলেছে আমার দাদা ওই যে পুকুর মাঝে
এবার দাদার জালটা দেখি অনেক ওজন বাজে ।
মন খুশিতে দাদা আমার মারলো জালে টান
জাল টানতে কষ্ট তবু মনে খুশির বান।
চিৎকার দিয়ে বলল দাদা এদিকে আসো সবে
 খুব বড় মাছ উঠছে জালে অনেক মজা হবে ।
বাড়ির সবে চিৎকার শুনে আসলো দাদার কাছে
পুকুর পাড়ে মানুষ ভরা সবাই দাদার পিছে
দাদা আমার জালটি টেনে উপরে নিয়ে এলো
উঠছে একটা ভাঙা হাঁড়ি এমন কেনো হলো ?
হাঁড়ির ভিতর কাদা মাটি তাইতো ওজন বেশী
এমন দেখে দাদার মুখে দেখিনা আর হাসি।
শরম পেলো আমার দাদা উঠলো গিয়ে ঘরে
লোকজন সব চলে গেলো মাছের গল্প করে ।