মাঝগ্রাম থেকে ঢালারচর পর্যন্ত ১০ হাজার তালগাছ রোপন করবে রেল

লালপুর (নাটোর) সংবাদদাতা/
নাটোরের লালপুর উপজেলার মাঝগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ঢালারচর স্টেশন পর্যন্ত ৭৮ কিলোমিটার রেল পথের দু’ধারে দশ হাজার তালগাছ রোপনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। বৃহস্পতিবার দুপুরে মাঝগ্রাম রেলওয়ে স্টেশন এলাকায় তালগাছ রোপন কর্মসূচির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বাংলাদেশ রেলওয়ে পাকশী’র বিভাগীয় ব্যবস্থাপক শাহীদুল ইসলাম।
রেলওয়ের পাকশী বিভাগীয় প্রকৌশলী আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিভাগীয় বানিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দিন, বিভাগীয় সংস্থাপক আব্দুল্লাহেল মামুন, বৈদ্যুতিক কর্মকর্তা রিফাত শাকিল, সংকেত ও টেলিযোগাযোগ কর্মকর্তা রাজিব বিল্লাহ, যান্ত্রিক প্রকৌশলী আশিষ কুমার মন্ডল প্রমুখ।