লালপুরে খাদ্য গুদাম কর্মকর্তাকে লাঞ্ছিত করে চাঁদা দাবীকারীরা আওয়ামী লীগের কেউ নয় : উপজেলা আওয়ামী লীগ

নিজস্ব প্রতিবেদক/
খাদ্য গুদাম কর্মকর্তাকে লাঞ্ছিত করে চাঁদা দাবীর ঘটনায় আসামীদেরকে আওয়ামী লীগের দলীয় পরিচয় দিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে লালপুর উপজেলা আওয়ামী লীগ।
পদ্মাপ্রবাহে প্রকাশিত ‘লালপুরে আ’লীগ নেতা সহ তিনজনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা, আটক-২’ খবরের প্রতিবাদ করে রবিাবর লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু ও সাধারণ সম্পাদক ইসাহাক আলী এক বিবৃতিতে বলেন, রোকনুজ্জামান, রাসেল ও আবুল কালাম আওয়ামী লীগের কেউ নয়। রোকনুজ্জামান ও রাসেল এমপি মহোদয়ের ব্যবসায়িক পার্টনার। তারা পারিবারিকভাবে বিএনপি জামায়াতের রাজনীতির সাথে যুক্ত। বর্তমান সাংসদ শহিদুল ইসলাম বকুল তার নিজস্ব বলয় সৃষ্টির জন্য অসৎ উদ্দেশ্যে দলের গঠণতান্ত্রিক বিধান ও রিতিনীতি লংঘন করে ব্যক্তিগতভাবে কিছু কমিটি গঠন করেছেন। উক্ত কমিটি সমুহে এসকল আসামীদের বিভিন্ন পদ প্রদান করেছেন বলে আমরা শুনেছি। এবিষয়ে দলের সভানেত্রী শেখ হাসিনা ও বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এসএম কামাল সহ জেলা আওয়ামী লীগের নের্তৃবৃন্দ বরাবর অভিযোগ দাখিল করা হয়েছে এবং দলের অগঠনতান্ত্রিক কার্যকলাপের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি বিচারাধীন রয়েছে। উল্লেখিত আসামীদেরকে আওয়ামী লীগের দলীয় পরিচয় দিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। সেই সাথে তারা খাদ্য গুদাম কর্মকর্তাকে লাঞ্ছিত করে চাঁদা দাবীর সাথে জড়িতদের তদন্ত সাপেক্ষে ন্যায় বিচার দাবী করেন।