লালপুরে ২’শ বস্তা গম খাদ্যগুদাম সংলগ্ন বাসায়!

নিজস্ব প্রতিবেদক/
শুক্রবার নাটোরের লালপুরে খাদ্যগুদামের একটি বাসা থেকে ২শ বস্তা গম উদ্ধার হয়েছে। বৃষ্টির সময়ে দ্রুত গাড়ি থেকে নামিয়ে গম গুলো গুদাম সংলগ্ন ওই বাসায় রাখা হয়েছিল বলে দাবি গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) রফিকুল ইসলামের। তিনি জানান ওই সময় ২শ বস্তা গম গুদামে রাখতে গেলে অনেক বেশী সময় লাগতো এতে গমের আদ্রতা ঠিক রাখা সম্ভব হতো না।
খবর পেয়ে শুক্রবার দুপুরে জেলা খাদ্য নিয়ন্ত্রক রবীন্দ্রনাথ লাল চাকমা ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তার এর উপস্থিতিতে বাসায় রাখা ওই গম গুদামে স্থানান্তর করা হয়েছে।
এ বিষয়ে জেলা খাদ্য নিয়ন্ত্রক রবীন্দ্রনাথ লাল চাকমা বলেন, সরকারী গম গুদামে না রেখে বাসায় রাখা অপরাধ। এব্যাপারে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।