নর্থ বেঙ্গল সুগার মিলে আখ মাড়াই শুরু

নিজস্ব প্রতিবেদক/
নাটোরের লালপুর উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলের ২০২০-২০২১ মৌসুমের আখ মাড়াই শুরু হয়েছে। শুক্রবার বিকেলে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহীদুল ইসলাম বকুল কেন কেরিয়ারে আখ নিক্ষেপ করে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন করেন।
এ উপলক্ষ্যে মিলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ হুমায়ন কবিরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খায়রুল বাসার ভাদু, বাংলাদেশ আখচাষী ইউনিয়ন জাতীয় কমিটির সভাপতি ও উত্তরবঙ্গ চিনিকল আখচাষী সমিতির সভাপতি আনছার আলী দুলাল, উত্তরবঙ্গ চিনিকল আখচাষী সমিতির সভাপতি অধ্যক্ষ ইব্রাহীম খলিল, সিবিএ সভাপতি গোলাম কাওছার, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পিন্টু প্রমুখ।
চিনিকল সূত্রে জানাগেছে, চলতি মৌসুমে ২ লাখ ৬৮ হাজার মে.টন আখ মাড়াই করে ২০ হাজার ১শ মে.টন চিনি উৎপাদনের লক্ষমাত্রা ধার্য করা হয়েছে। চিনি আহরণের হার ধরা হয়েছে ৭.৫%।