সুরকার আলাউদ্দিন আলী আর নেই

নিজস্ব প্রতিবেদক/
বরেণ্য গীতিকার ও সুরকার আলাউদ্দিন আলী মারা গেছেন (ইন্নালিল্লাহিৃরাজিউন)। রবিবার (৯ আগস্ট) বিকেল সাড়ে ৫ টার দিকে রাজধানী মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আলাউদ্দিন আলীর মেয়ে আলিফ আলাউদ্দিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার (৮ আগস্ট) ভোরে মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। কিছুক্ষণ পরই নেয়া হয় লাইফ সাপোর্টে। তীব্র শ্বাসকষ্ট হওয়ায় তাকে দ্রুত ভেন্টিলেটর ব্যবস্থায় নেয়া হয়। এছাড়া তার রক্তচাপ, হৃদস্পন্দনও স্বাভাবিক হচ্ছিল না। আগামী ২৪ ঘণ্টা তার জন্য খুবই ঝুঁকিপূর্ণ বলে চিকিৎসকরা জানান।

দীর্ঘদিন ধরেই ফুসফুসের প্রদাহ ও রক্তে সংক্রমণের সমস্যায় ভুগছিলেন দেশের সঙ্গীত জগতের এই উজ্জ্বল ব্যক্তিত্ব। উন্নত চিকিৎসার জন্য ২০১৫ সালে তাকে ব্যাংককে নেওয়া হয়েছিল।

সেখানে চিকিৎসকরা জানিয়েছিলেন, তার ফুসফুসে একটি টিউমার রয়েছে। অনেকদিন ধরে তিনি শ্বাসকষ্টে ভুগছেন, একইসঙ্গে ক্যান্সারেরও চিকিৎসা চালিয়ে যাওয়া হচ্ছিল।