মোজাম্মেল হক এর ছড়া ‘দুর ছাই’

ঝড় তুলে বকে যেতে
কারো কোন মানা নেই
তবু কেন ভয়ে থাকি
সে কথা তো জানা নেই।

স্বাধীনতা মানে কি
কারে বলি জানাতে
আইন তো আছে ঠিকি
কারে বলি মানাতে?

স্বাধীন তো মুখে বলি
বুকে করে ধুক ধুক
আকারণে ভয়ে মরি
কারে বলি নেই সুখ।

নেতাদের পোয়াবার
দল গেলে ক্ষমতায়
আমলারা সারাক্ষণ
নেতাদের দোয়া চায়।

নেতা আর আমলা
দু’য়ে মিলে এক হয়
দিন তো ঠিকি কাটে
মনে থাকে সংশয়।

কত কি যে মনে আসে
বলি কারে ভাবি তাই
মিছে কেন ভেবে মরি
ভালো আছি, দুর ছাই ॥