কাওছার আলমের কবিতা

পাপ ও পুণ্য

বন্যা হবে হোক- বন্যার তোড়ে

ভেসে যাক সব পাপ;

তুমি হও পুণ্যের আধার।

সব পুণ্য যাক কেন্দ্রীয় ব্যাংকের ভোল্টে।

দিবানিশি জোছনার খোঁজ নিতে নিতে

তোমার নামে রাখা পুণ্যরা সব

পাপ হয়ে যায়।

বন্যা হবে হোক- বন্যার তোড়ে

ভেসে যাক সব পুণ্য;

তুমি হও পাপের আধার।

তোমার পাপ জমা হোক  সুইজ  ভোল্টে।

পাখির পালকের খোঁজ নিতে নিতে

তোমার নামে রাখা পাপেরা

দ্বিগুণ হয়ে যায়।