লালপুরে সাপের কামড়ে স্কুল ছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক/

নাটোরের লালপুরে সাপের কামড়ে স্বাধীন আলী (১৫) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। মৃত স্কুল ছাত্র লালপুর উপজেলার কচুয়া গ্রামের সেন্টু আলীর ছেলে। শনিবার দিবাগত রাতে উপজেলার কচুয়া গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাঝরাত ৩টার দিকে নিজ ঘরে স্বাধীনকে সাপ দংশন করে। পরিবারের লোকজন তাকে রাতেই লালপুর উপজেলা স্বাস্থ্য কমম্পেক্সে নিয়ে আসে। কিন্তু সাপে কামড় দিয়েছে কিনা তা নিশ্চিত করতে না পারায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যায়।
পরবর্তীতে ডান পায়ে হাটুর উপরে আঁচড় দেখে প্রথমে নাটোর আত্রাইয়ের এক কবিরাজের দেওয়া গাছ খাওয়ানোর পর ঝাঁড়-ফোঁক দেওয়া হয়। অবস্থার অবনতি হলে রোববার সকালে তাকে আবার উপজেলার অমৃতপাড়ায় কবিরাজের কাছে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। কবিরাজ স্বাধীনের দেহে সাপের বিষ আছে জানালেও চিকিৎসা দেওয়ার আগেই তার মৃত্যু হয়।
এ ব্যাপারে আড়বাব ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সাপের কামড় প্রথম থেকে নিশ্চিত হলে, ভালো মত চিকিৎসা হতো। আজ সোমবার (৩ আগস্ট) সকালে জানাযা শেষে তার দাফন কাজ সম্পন্ন করা হয়েছে।