করোনা, ভারতে আক্রান্ত ছাড়ালো সাড়ে ১৭ লাখ

করোনা ভাইরাসে বিপর্যস্ত ভারতে গত ২৪ ঘণ্টায় ৫৪ হাজার ৭৩৫ জন আক্রান্ত হয়েছে। এনিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা ১৭ লাখ ৫০ হাজার ৭২৩ জনে দাঁড়ালো। রবিবার দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।

এছাড়া করোনায় নতুন করে দেশটিতে আরও ৮৫৩ জনের মৃত্যু হয়েছে। এতে মোট মৃতের সংখ্যা ৩৭ হাজার ৩৬৪ জনে দাঁড়িয়েছে।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যানে আরও বলা হয়েছে, এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন প্রায় সাড়ে ১১ লাখ মানুষ। এতে সুস্থতার হার দাঁড়িয়েছে ৬৫ দশমিক ৪৩ জনে দাঁড়ালো। দেশটি আক্রান্তের সংখ্যায় বর্তমানে বিশ্বে তৃতীয় অবস্থানে।

এ বছরের জানুয়ারিতে দেশটির কেরালাতে সর্বপ্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ১৮৫ দিনে দেশটিতে করোনার আক্রান্ত সাড়ে ১৭ লাখ ছাড়ালো।

করোনা আক্তান্তের সংখ্যায় দেশটিতে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। শুধু এই রাজ্যেই আক্রান্ত চার লক্ষাধিক। মারা গেছে ১৫ হাজারের বেশি জন। এর পরেই অবস্থান তামিল নাড়ু ও দিল্লির।