লালপুর (নাটোর) সংবাদদাতা//
ত্রয়োদশ সংসদ নির্বাচনে নাটোর – ১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের ১২৫টি ভোট কেন্দ্রের সবক’টি কেন্দ্রই থাকছে সিসিটিভি ক্যামেরার নজরদারীতে। ইতোমধ্যেই দু’একটি ছাড়া সবক’টি ভোট কেন্দ্রেই সিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এখন থেকেই ওয়েব সাইটের মাধ্যমে উপজেলা সদরে বসে ভোট কেন্দ্রগুলো মনিটরিং করা হচ্ছে বলে জানিয়েছেন সহকারাী রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মো. জুলহাস হোসেন সৌরভ। প্রতিটি কেন্দ্রে কমপক্ষে তিনটি ও তার অধিক প্রয়োজনীয় সংখ্যক ক্যামেরা স্থাপন করা হয়েছে।
জানাগেছে, লালপুর ও বাগাতিপাড়া উপজেলা নিয়ে গঠিত নাটোর-১ আসন। লালপুর উপজেলার একটি পৌরসভা ও ১০ ইউনিয়নে মোট ভাটার সংখ্যা দুই লাখ ৪৮ হাজার ৯শ ১৭ জন। ভোট কেন্দ্র রয়েছে ৮৪টি। অপরদিকে বাগাতিপাড়া উপজেলার ১টি পৌরসভা ও ৬ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১ লাখ ১৯ হাজার ৩শ ৫৯ জন। ভোটকেন্দ্র রয়েছে ৪১টি। লালপুর উপজেলার সবক’টি ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। তবে বাগাতিপাড়ার দু’একটি কেন্দ্রে ক্যামেরা স্থাপনের কাজ বাকি আছে।
এই আসনে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, ইসলামী আন্দোলন, গণ অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলনের প্রার্থী ও ২ জন সতন্ত্র সহ মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন।