বড়াইগ্রামে পাট বীজ উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় পাট বীজ উৎপাদনকারী চাষীদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ২০২৫-২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা অডিটরিয়ামে বস্ত্র ও পাট মন্ত্রণালয়, পাট অধিদপ্তরের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ মমিনুর রহমানের সঞ্চালনায় আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জুবায়ের জাহাঙ্গীর।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পাট উন্নয়ন কর্মকর্তা জাকির হোসেন জুয়েল, জেলা মুখ্য পাট উন্নয়ন পরিদর্শক মোঃ মহিউদ্দিন ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মাহদী হাসান। এছাড়া সেখানে বক্তব্য রাখেন পাট বীজ চাষী নূরে আলম, সুমি বিশ্বাস প্রমুখ। বক্তারা আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পাট ও পাটবীজ উৎপাদন বৃদ্ধি, রোগবালাই দমন, মানসম্মত বীজ উৎপাদন নিশ্চিতকরণ এবং বাজারজাতকরণ বিষয়ে আলোকপাত করেন। প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৭৫ জন পাট বীজ উৎপাদানকারী চাষী অংশগ্রহণ করেন।
মো. আলমগীর কবিরাজ