নিজস্ব প্রতিবেদক
নাটোরের বড়াইগ্রাম পৌরসভার উদ্যোগে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বড়াইগ্রাম পৌর মিলনায়তনে মঙ্গলবার দুপুরে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে ও পৌর নির্বাহী কর্মকর্তা জালাল উদ্দিনের সঞ্চালনায় আয়োজিত সভায় বক্তব্য রাখেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম, বড়াইগ্রাম সরকারি অনার্স কলেজের অধ্যক্ষ আব্দুল মতিন, সাবেক পৌর মেয়র ইসাহাক আলী ও পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তাফিজুর রহমান বকুল বক্তব্য রাখেন।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা গণভোটে ‘হ্যাঁ’ ও ‘না’ ভোটের তাৎপর্য বুঝে যথাযথভাবে ভোট প্রদানসহ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করেন। সভায় শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, ইমাম-মুয়াজ্জিন ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
মো.আলমগীর কবিরাজ