নিজস্ব প্রতিবেদক
নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) সংসদীয় আসনে মনোনয়ন পত্র উত্তোলন করেছেন জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা আব্দুল হাকিম। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে বুধবার দুপুর ১২টার দিকে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌসের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন। সেখানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. হিসাব বিন সাহাব, উপজেলা খাদ্য নিয়ত্রক মো. ডালিম কাজী। এছাড়া জামায়াত প্রার্থীর সাথে ছিলেন
জামায়াতের জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল হোসাইন ও আব্দুল খালেক মোল্লা, বড়াইগ্রাম উপজেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান, সেক্রেটারী আবু বকর সিদ্দিক, গুরুদাসপুর উপজেলা জামায়াতের আমীর সহকারী অধ্যাপক আব্দুল আলীম।
মো. আলমগীর কবিরাজ