হাদি’র মৃত্যুতে বড়াইগ্রামে গায়েবানা জানাজা অনুষ্ঠিত

 

নিজস্ব প্রতিবেদক
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদি’র মৃত্যুতে নাটোরের বড়াইগ্রাম উপজেলায় গায়েবানা জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার বনপাড়া পৌর শহরে আয়োজিত জানাজার নামাজ পরিচালনা করেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ও নাটোর-৪ সংসদীয় আসনের এম,পি পদপ্রার্থী অধ্যাপক মাওলানা মো. আব্দুল হাকিম। সেখানে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান, সেক্রেটারী আবু বকর সিদ্দিক, বনপাড়া পৌর আমীর মীর মহিউদ্দিন, বিএনপি নেতা সরদার রফিকুল ইসলাম, এ্যাড. আব্দুর রহিম, শাহ আলম, বনপাড়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. মোয়াজ্জেম হোসাইন, বনপাড়া কেন্দ্রিয় জামে মসজিদের ইমাম হাফেজ আব্দুর রহমান সহ এলাকার পাঁচ শতাধিক ধর্মপ্রাণ মুসল্লি।

মো. আলমগীর কবিরাজ