লালপুর (নাটোর) সংবাদদাতা
নাটোর জেলার লালপুর উপজেলা শিক্ষক-কর্মচারী সমিতি গঠন করা হয়েছে। বুধবার মোহরকয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ ড. মো. ইসমত হোসেনকে আহবায়ক ও গোপালপুর পৌর টেকনিকেল ও বিএম কলেজের অধ্যক্ষ আকরাম হোসেনকে সদস্য সচিব করে ২২ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়।
এ উপলক্ষ্যে লালপুর ডিগ্রি কলেজে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, ড. মো. ইসমত হোসেন। বক্তব্য রাখেন, গোপালপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ বাবুল আকতার, গোপালপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ বেলাল হোসেন, লালপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফিরোজ হোসেন, গৌরীপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম, মঞ্জিলপুকুর কৃষি ও বানিজ্যিক মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সাইফুল ইসলাম, বিলমাড়ীয়া কলেজের সহকারী অধ্যাপক মো. মোজাম্মেল হক প্রমুখ।