বাউয়েটের ২১তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

নিজেস্ব প্রতিবেদক
নাটোরের কাদিরাবাদ সেনানিবাসের বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) এর ২১তম সিন্ডিকেট সভা গত বৃহস্পতিবার বিশ^বিদ্যালয়ের মাননীয় উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমানের সভাপতিত্বে সিন্ডিকেট কক্ষে অনুষ্ঠিত হয়।
উক্ত সিন্ডিকেট সভায় ২৬তম (জরুরী) এবং ২৭তম একাডেমিক কাউন্সিল সভার সুপারিশসমূহের অনুমোদন, ২৪তম এবং ২৫তম অর্থ কমিটির সভার কার্যবিবরণী সুপারিশসমূহ, ১৯তম এবং ২০তম শৃংখলা কমিটির সভার সুপারিশসমূহের অনুমোদন, বাউয়েটের ২০২৪ সালের বার্ষিক প্রতিবেদন অনুমোদনসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অনুমোদিত হয়।

এসময় উপস্থিত ছিলেন আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট (এডুকেশন ডিভিশন) এর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আনিছুর রহমান, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি (অবঃ), বিশ^বিদ্যালয়ের ট্রেজারার কর্ণেল মোঃ শওকত হুসেন, পিএসসি (অবঃ), রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের প্রফেসর ড. প্রণব কুমার পান্ডে, এরিয়া সদর দপ্তর বগুড়ার কর্ণেল এডমিন, কর্ণেল জোবায়ের আহমেদ, পিএসসি। বাউয়েট এর সায়েন্স এন্ড হিউম্যানিটিস অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ সাজ্জাদ হোসেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার অনুষদের ডিন ও এমই বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোহাম্মদ নূরুল ইসলাম, ইসিই অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁঞা এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও সদস্য সচিব মেজর মোঃ মনজিনুল মুবীন (অবঃ)। এছাড়া উক্ত সভায় অনলাইনে যুক্ত ছিলেন শিক্ষা মন্ত্রণালয় কতৃর্ক মনোনীত সদস্য যুগ্মসচিব (প্রশাসন অধিশাখা) মোঃ নজরুল ইসলাম এবং পরিচালক কল্যাণ ও পুনর্বাসন পরিদপ্তর (এমডি, এডব্লিউটি) এর প্রতিনিধি লেঃ কর্ণেল মোহাম্মদ রাশেদুল হাসান রাহাত, পিএসসি।

বড়াইগ্রাম প্রতিনিধি
মো.আলমগীর কবিরাজ