ইলিয়াছ হোসেন এর ছড়া বর্ষার কদম ফুল

বর্ষাকালে কদম গাছে
ফোটে কদম ফুল,
কদম ফুলের সুবাস নিতে
করি নাকো ভুল।
বৃষ্টির ছোঁয়ায় কদম ফুলকে
দেখতে লাগে বেশ,
যত দেখি নয়ন ভরে
কাটে না মনের রেশ।
মৌমাছিরা কদম ফুলে
খোঁজে খাবার মধু,
কদম ফুলে খোপা বাঁধে
শহর গাঁয়ের বধূ।
বর্ষাকালকে কদম ফুলে
মনোহারী করে,
পাখপাখালির কলরবে
পুলক নাহি ধরে।
কদম ফুলের রঙের ছটায়
দোলা লাগে মনে,
ইচ্ছা করে ঘুরে বেড়াই
কদম ফুলের বনে।

(মুকসুদপুর, গোপালগঞ্জ)