ফলোআপ: লালপুরে স্ত্রীকে হত্যার আগে ঘুমের ওষুধ খাওয়ায় স্বামী

নিজস্ব প্রতিবেদক/

নাটোরের লালপুরের চাঞ্চল্যকর গৃহবধু স্মৃতি খাতুন হত্যার রহস্য উদঘাটন করেছে জেলা পুলিশ। স্ত্রীর নির্যাতন সইতে না পেরে স্যালাইন পানির সাথে ঘুমের ওষধ মিশিয়ে শ্বাসরোধ করে স্মৃতিকে হত্যা করে স্বামী আব্দুল জব্বার।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস বিফ্রিংয়ে পুলিশ সুপার লিটন কুমার সাহা এসব তথ্য জানান।
প্রেস বিফ্রিংয়ে পুলিশ সুপার বলেন, পারিবারিক বিরোধ নিয়ে মাঝে মধ্যেই আব্দুল জব্বারের সাথে স্ত্রী স্মৃতি খাতুনের ঝগড়া বিবাদ লেগেই থাকতো। মাঝে মধ্যে স্মৃতি খাতুন তার স্বামী আব্দুল জব্বারকে মারধরও করে আসছিল। এতে করেই আব্দুল জব্বার ক্ষিপ্ত হয়ে স্ত্রীকে মেরে ফেলার পরিকল্পনা করে।
সে পরিকল্পনা অনুযায়ী গত ১৬ জুলাই রাতে স্ত্রী স্মৃতি খাতুনকে স্যালাইন পানির সাথে ঘুমের ওষধ মিশিয়ে শ্বাসরোধ করে হত্যার পর বাড়ির পাশে পুকুরে ফেলে দেয়। পরে থানায় মামলা হলে পুলিশ গত ২১জুলাই অভিযান চালিয়ে লালপুর উপজেলার ভাদুর বটতলা এলাকা থেকে আব্দুল জব্বারকে গ্রেফতার করে। এই ঘটনায় আব্দুল জব্বার আদালতে ১৬৪ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছে। গ্রেফতারকৃত আব্দুল জব্বার লালপুর উপজেলার মোহরকয়া গ্রামের ইসাহাক প্রামানিক ওরফে ইমরাজ আলীর ছেলে।
প্রেস বিফ্রিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার তারেক যুবায়ের, মীর আসাদুজ্জামান, ডিবির ওসি আনারুল ইসলাম উপস্থিত ছিলেন।