বাঘায় নবধারা ফাউন্ডেশনের উদ্যোগে সাংস্কৃতিক শিক্ষার শুভ সূচনা

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর বাঘা উপজেলার নবধারা বিদ্যানিকেতনে নবধারা ফাউন্ডেশনের উদ্যোগে কোমলমতি শিশুসহ সকল বয়সী মানুষের জন্য শাস্ত্রীয় সংগীত, আবৃত্তি, উপস্থাপনা, চিত্রাংকন, হামদ ও নাত শিক্ষার শুভ সূচনা হয়েছে।

শুক্রবার (১৬ মে) সকাল ১০টায় এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন নবধারা ফাউন্ডেশনের পরিচালক হামিদুল ইসলাম। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন ওস্তাদ মকবুল হোসেন হীরা এবং প্রভাষক সনাতন কুমার।

এ সময় উপস্থিত ছিলেন নবধারা বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক মোছা. ফিরোজা পারভিন, নবধারা কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটের প্রশিক্ষক মোস্তাফিজুর রহমান অনিক এবং ফাউন্ডেশনের অন্যান্য সদস্যবৃন্দ।

উদ্বোধনী বক্তব্যে পরিচালক হামিদুল ইসলাম বলেন, “মানুষকে প্রতিহিংসা, ঘৃণা এবং পরচর্চা থেকে মুক্ত করে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে সংস্কৃতি চর্চার বিকল্প নেই। সমাজের নৈতিক অবক্ষয় রোধে সংস্কৃতি শিক্ষা অত্যন্ত কার্যকর ভূমিকা রাখতে পারে।”

তিনি আরও বলেন, এই চিন্তা থেকেই আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি এবং ভবিষ্যতে আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

স্থানীয় অভিভাবক, শিক্ষার্থী ও সংস্কৃতি অনুরাগীদের অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। এলাকার সাংস্কৃতিক অঙ্গনে এটি একটি আশাব্যঞ্জক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।