নিজস্ব প্রতিবেদকঃ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, প্রাথমিক স্তরে মানসম্মত শিক্ষা বাস্তবায়নের ক্ষেত্রে শিক্ষক ও
অভিভাবকের ভূমিকা অপরিসীম। শিশুরা বেশীর ভাগ সময় বাড়িতে থাকে, সে সময়ে
তাদের শিখনকে বোধগম্য ও সহজ করতে অভিভাবকদের ভূমিকা রাখতে হবে।
শ্রেণিকক্ষে শিক্ষকদের শিখন শেখানে কার্যাবলী সহজ ও সাবলীলভাবে উপস্থাপন
করতে হবে। পিছিয়ে পড়া শিশুদের ফিডব্যাক দিয়ে এগিয়ে নিতে হবে। শিশুদের
পঠন দক্ষতা বৃদ্ধি ও পাঠাভ্যাস উন্নয়নে সচেষ্ট হতে হবে।
তিনি মঙ্গলবার নাটোরের বড়াইগ্রাম উপজেলার বড়াইগ্রাম সরকারি প্রাথমিক
বিদ্যালয়ে এসএমসি ও বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে পড়া -খেলা উৎসব ও
অভিবাবক সভায় এসব কথা বলেন। নাটোর জেলা প্রশাসক আসমা শাহীনের
সভাপতিত্বে ও সহকারী শিক্ষিকা ফেরদৌসী খাতুন রাশুর সঞ্চালনায় আয়োজিত
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু
তাহের মোঃ মাসুদ রানা,প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মোঃ
শামসুজ্জামান,প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি এন্ড অপারেশন পরিচালক
মোহাম্মদ কামরুল হাসান, শিক্ষার্থী অভিভাবক শারমিন সুলতানা প্রমুখ।
সেখানে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার লায়লা
জান্নাতুল ফেরদৌস, সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল ইসলাম, উপজেলা
শিক্ষা অফিসার এস এম মিজানুর রহমান সহ বিভিন্ন কর্মকর্তা, অভিভাবক মন্ডলী
ও এলাকার সুধীজনেরা।
বড়াইগ্রাম প্রতিনিধিঃ রায়হান সরকার