বড়াইগ্রামে বৈদ্যুতিক ট্রান্সফরমার চোর চক্রের ১ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদকঃ নাটোরের বড়াইগ্রামে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির সময় সাগর হোসেন নামে চোরচক্রের এক সদস্যকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার রাতে উপজেলার মাঝগাঁও এলাকা থেকে তাকে আটক করা হয়।আটককৃত সাগর একই উপজেলার গুড়ুমশৈল গ্রামের আগবর আলীর ছেলে।
বড়াইগ্রাম থানার ওসি গোলাম সারওয়ার হোসেন জানান, চোরচক্রের চারজন সদস্য মাঝগাঁও এলাকায় বৈদ্যুতিক সেচ পাম্পের ট্রান্সফরমার চুরি করার সময় স্থানীয়রা টের পায়। পরে সবাই একত্রিত হয়ে চোরচক্রকে ধাওয়া দেয়। এসময় তিনজন দৌড়ে পালিয়ে গেলেও এলাকাবাসি সাগর হোসেন নামে এক চোরকে আটক করে। সেসময় তার কাছ থেকে ট্রান্সফরমার চুরি কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়। পরে স্থানীয়রা সাগরকে পুলিশের কাছে হস্তান্তর করে। চোরচক্রের অন্য সদস্যদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে। ওসি আরও জানান, গত কয়েক মাসে নাটোরের বড়াইগ্রামের বিভিন্ন স্থান থেকে অর্ধশত বৈদ্যুতিক মিটার ও ট্রান্সফরমার এবং ৩০টির অধিক সেচ পাম্প চুরির ঘটনা ঘটেছে। বৈদ্যুতিক
মিটার, ট্রান্সফরমার এবং সেচ পাম্প চুরি করার পর চোরচক্র কাগজে বিকাশ নাম্বার লিখে রেখে যায়। পরে সেই বিকাশ নাম্বারে তাদের চাহিদামতো টাকা দিলে চুরি যাওয়া মালামাল ফেরত দেয় চক্রটি।
বড়াইগ্রাম প্রতিনিধিঃ রায়হান সরকার