বড়াইগ্রামে করোতোয়া’র সম্পাদক ও স্টাফ রিপোর্টারদের নববষের্র শুভেচ্ছা জানালেন…… ইউএনও

নিজস্ব প্রতিবেদতঃ নাটোরের বড়াইগ্রাম উপজেলায় দৈনিক করতোয়া পত্রিকার কর্মরত কতিপয় সম্পাদক ও স্টাফ
রিপোর্টারদের এক অনাড়ম্বর অনুষ্ঠানে বাংলা নববর্ষ ১৪৩২ এর ফুলেল শুভেচ্ছা জানালেন উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস। গত ১৪ এপ্রিল সোমবার তারা বগুড়া থেকে কুষ্টিয়াতে যাত্রাকালে উপজেলার বনপাড়াতে পৌছালে চা চক্রের বিরতির সময় উপজেলা মডেল মসজিদ কমপ্লেক্স চত্বরে এ শুভেচ্ছা জানান তিনি। দৈনিক করতোয়া পত্রিকার উপদেষ্টা সম্পাদক ওয়াসিকুর রহমান বেচান, মফস্বল বার্তা সম্পাদক জয়নাল আবেদিন, সিনিয়র স্টাফ রিপোর্টার রাহাত আহমেদ রিটু, স্টাফ রিপোর্টার শাওন রহমান,সাব এডিটর নাজনীন সুলতানা লীনা সোমবার বগুড়া থেকে মাইক্রোবাস যোগে কুষ্টিয়ায় যাচ্ছিলেন। বিজ্ঞ ও সিনিয়র উক্ত সাংবাদিকদের বনপাড়াতে যাত্রা বিরতির খবর পেয়ে উপজেলা
নির্বাহী অফিসার তাদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে পত্রিকার উন্নয়ন ও সফলতা কামনা করেন এবং বড়াইগ্রাম উপজেলার বিভিন্ন সংবাদ পত্রিকায় প্রকাশ করার জন্য তাদের প্রতি ও করতোয়া পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেখানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রেজাউল করিম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান,
বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বাউয়েট) এর ডেপুটি রেজিস্ট্রার একাডেমিক মোঃ আশরাফুল ইসলাম, বড়াইগ্রাম স্মার্ট প্রেস ক্লাবের সভাপতি (করতোয়া প্রতিনিধি) আলহাজ্ব মোঃ সাইফুর রহমান, সাধারণ সম্পাদক আলামগীর
কবিরাজ, কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিনসহ প্রেস ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।
বড়াইগ্রাম প্রতিনিধিঃ রায়হান সরকার