সকল মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করাই হবে প্রধান লক্ষ্য —– আরিফুল ইসলাম উজ্জল

নিজস্ব প্রতিবেদক ॥ অবহেলিত, নিপিড়িত অসহায় দলীয় নেতা কর্মীদের পাশে থেকে লালপুর বাগাতিপাড়া এলাকার মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য কাজ করার প্রত্যয় নিয়ে লালপুর-বাগাতিপাড়া নির্বাচনি এলাকায় জনসংযোগ করছেন নাটোর জেলা আওয়ামী লীগের সদস্য ও বংলাদেশ আওয়ামী যুব লীগের কার্যনির্বাহী সদস্য আরিফুল ইসলাম উজ্জল। তিনি রবিবার রাতে সাপ্তাহিক পদ্মাপ্রবাহ কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাতে আলাপচারিতায় পদ্মাপ্রবাহকে জানান, গত ১০ বছরে জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের ধারাবাহিক উন্নয়নের ছোয়া লালপুর-বাগাতিপাড়ার প্রতিটি সেক্টরেই লেগেছে। এখন প্রয়োজন সুশাসন ও এলাকার মানুষের অর্থনৈতিক উন্নয়ন। এলাকার একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান নর্থ বেঙ্গল সুগার মিল এখন রুগ্ন শিল্পে পরিনত হয়েছে। সঠিক পরিকল্পনার মাধ্যমে এই প্রতিষ্টানটিকে বহুমূখীকরণের মাধ্যমে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করা ছাড়াও আরো শিল্পপ্রতিষ্ঠান গড়ে তুলে এলাকার সকল মানুষকে অর্থনৈতিকভাবে সাবলম্বী করে তোলাই আমার প্রধান লক্ষ্য। বিশেষ করে কৃষকের ভাগ্যের উন্নয়ন ঘটাতে কৃষিভিত্তিক শিল্পপ্রতিষ্ঠান আমাদের এলাকায় অতি প্রয়োজন। দলীয় মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বচিত হলে সর্বাগ্রে আমি উপরোক্ত বিষয়গুলোর প্রতি সবচেয়ে বেশী গুরুত্ব দেব।