গোপালপুর পৌরসভার বাজেট ঘোষণা

লালপুর (নাটোর) সংবাদদাতা
নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার ২০২২-২০২৩ অর্থবছরের জন্য ৩৭ কোটি ৯৮ লক্ষ ৭০ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। রবিবার (২৬ জুন) পৌরসভা মিলনায়তনে উন্মুক্ত বাজেট সভায় পৌর মেয়র রোকসানা মোর্ত্তজা লিলি এ বাজেট ঘোষণা করেন।
ঘোষিত এ বাজেটে সর্বোচ্চ আয়ের উৎস হিসেবে ধরা হয়েছে উন্নয়ন খাতে ৩৭ কোটি ৮৮ লাখ ৩০হাজার টাকা। রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ২ কোটি ৮৪ লক্ষ ১০ হাজার টাকা ।

পৌর নির্বাহী কর্মকর্তা হাফসা শারমিনের সঞ্চলনায় বাজেট সভায় সভাপতিত্ব করেন পৌর মেয়র রোকসানা মোর্ত্তজা লিলি। এ সময় সহকারী প্রকৌশলী নজরুল ইসলাম, পৌরসভার হিসাব রক্ষক শাহীন আলম, পৌর কাউন্সিলর বৃন্দ, গণমাধ্যমের প্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় পৌর মেয়র বলেন, এ বাজেটে আমরা জনগণের স্বপ্ন বাস্তবায়নে রূপ দেওয়া এবং জনগণকে আরও বলিষ্ঠ সেবা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি। আমরা আমাদের স্বপ্নের পৌরসভাকে আধুনিক পৌরসভায় রূপ দেওয়ার জন্য কাজ করে যাচ্ছি।