জেলা আন্তঃপ্রাথমিক সাংস্কৃতিক  প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন লালপুরের সৌম্য মন্ডল

লালপুর (নাটোর) প্রতিনিধি:
আন্তঃপ্রাথমিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২২ উদযাপনে নিজের হাতে হারমোনিয়াম বাজিয়ে দেশ আমার,আমার দেশ,আমার অহংকার দেশাত্মবোধক গানটি গেয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় “খ” বিভাগ হতে নাটোর জেলা চ্যাম্পিয়ন হয়েছেন সৌম্য মন্ডল। হারমোনিয়াম বাজিয়ে নিজের কন্ঠে গান গেয়ে মঞ্চ মাতিয়ে জেলা চ্যাম্পিয়ন হওয়া সেই সৌম্য নাটোরের লালপুর উপজেলার ৮নং দুড়দুড়িয়া ইউনিয়নে অবস্থানরত দুড়দুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র ও ভেল্লাবাড়ীয়া আব্দুল ওয়াহেদ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ক্রীড়া ও সাংস্কৃতিক) সঞ্জয় কুমার সরকারের ছেলে।
গত ১৩ই জুন নাটোরের হেলিপ্যাড মাঠে নাটোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে উক্ত আন্তঃপ্রাথমিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় সৌম্য নিজের হাতে হারমোনিয়াম বাজিয়ে উক্ত গান গেয়ে জেলা চ্যাম্পিয়ন হয়েছে বলে জানা গেছে।
সৌম্য মন্ডলের বাবা সঞ্জয় কুমার সরকার জানান,সৌম্য মন্ডল পড়াশোনার পাশাপাশি বাড়িতে বসে বসে হারমোনিয়াম বাজিয়ে দেশাত্মবোধক গান প্যাকটিস/রিসাসিল করতো তার এই অধ্যাবসায়ের কারনেই সাংস্কৃতিক অঙ্গনে নাটোর জেলা চ্যাম্পিয়ন হয়েছে।