বর্ণীল বসন্তে

হাফিজুর রহমান 
কুহু-কুহু কুকিলার ডাকে
মিষ্টি সুরের – ফুরফুরে হাওয়ায়
আমের মুকুল ছড়ায় ঘ্রাণ;
উড়ে এসে বসে প্রজাপতি
গাছে-গাছে কচিপাতার ছায়ায়
পাখপাখালিরা গায় গান।
ফাল্গুন আসে গুনগুনিয়ে
সতেজ – সবুজে সাজিয়ে দিতে
প্রকৃতি করে না কোন ভুল;
বর্ণীল রূপের বসন্ত- জুড়ে
গান আর ঘ্রাণের পরতে – পরতে
ফোটবে তো নানান ফুল।