পৌষ পার্বণে

-বিচিত্র কুমার

দুপচাঁচিয়া, বগুড়া

শিশির সিক্ত পৌষ পার্বণে
ফুলে ফুলে সাজিয়ে তোলে আঙ্গিনা,
ঘরে ঘরে নৈপুণ্যতার সাথে
শিল্পীরা আঁকে সাদা আলপনা।

গাঁয়ের বধূরা ঝাঁকেঝাঁকে ঢেঁকিতে
তৈরী করে সুস্বাদু মিষ্টি কাই,
আরও তিল আর চালের গুঁড়া,
একসাথে করে হৈচৈ।

ঘরেঘরে তৈরী করে মায়েরা
রকমারি সব সুস্বাদু পিঠা,
পাটিসাপটা, ভাপা,দুধপিঠা
খেতে লাগে ভারি মিঠা।

খেজুর রসের মিষ্টি গন্ধে
বাতাসে বাতাসে সুঘ্রাণে,
সরিষা ফুলেফুলে ভ্রমর ভ্রমরীর
মিষ্টিমধুর প্রেমের গানে গানে।

দিকে দিকে মেলা চলে
কোথাও কোথাও দলবেঁধে পূণ্যস্নান,
কোথাও জমেওঠে বাউল সঙ্গীতে
কোথায় আবার পালাগান ও কীর্তন।

এসো বন্ধু এসো পৌষ পার্বণে
আমাদের ছোট্ট গ্রামে,
পিঠা উসৎব এর নিমন্ত্রণ রইল
সবার জন্যে উন্মুক্ত খোলা খামে।