এম.আবু বকর সিদ্দিক এর কবিতা ‘কলম সৈনিক”

যে কলম জীবন নিয়ে
নিরলস কথা বলে,
যে কলম অত্যাচারীর
বিরুদ্ধে লিখে চলে ৷
যে কলম নিরাশ মনে
এনে দেয় আশার অালো,
যে কলম সমাজ থেকে
দূর করে আঁধার কালো ৷
যে কলম নাস্তিকতার
ভ্রষ্টতা তুলে ধরে,
যে কলম মহান স্রষ্টার
একত্ব প্রমাণ করে ৷
যে কলম বেহায়াদের
মননে আনে শরম,
যে কলম বঞ্চিতদের
হয়ে যায় বন্ধু পরম ৷
আমি সেই স্বাধীন কলম
ক্ষুরধার মুক্ত অসি,
টলি না ঝড় তুফানে
দুরন্ত, দুঃসাহসী ৷