তফিজ উদ্দিন এর কবিতা ‘প্রেম পরিনতি’

“বড় প্রেম শুধু কাছেই টানে না
দূরেও ঠেলে দেয়।”
রাজলক্ষ্মীর এই কথাটা
সত্য জগত ময়। রাজলক্ষ্মী শ্রীকান্ত।
মরণে আপত্তি নাই, তবে
পাবার ইচ্ছা স্নেহের হাত,
দু’টি ফোটা চোখের অশ্রু
পেতে সাধ তারই সাথ। দেবদাস।
রাজলক্ষ্মীর মুখের বয়ান
শ্রীকান্তকে ফেললো ঘিরে,
যেখানটিতেই থাকুক তারা
কান্ত ছিলো লক্ষ্মীটিরে।
দেবদাস আর পার্বতী
নহে কাউরে ছাড়া কেউ,
বউ ছিলো ভূবন বাবুর
অন্তরে দেবদাসের ঢেউ।
প্রেমের ধারায় ছোট বড়
দু’টিই কিন্তু দায়, কারন
প্রেম হলেই আঁকড়ে ধরে
সোজা কলিজায়।
ব্যক্তিভেদে প্রেম যতই,
ছোট বড় হোক, আলো
সকল প্রেমই ইতি হয়
ভিজিয়ে দু’টি চোখ।।