কাওছার আলমের কবিতা ‘প্রত্যাশিত’

আমাকে ঘৃণার চাদরে ঢেকো না
আমি জোছনা ভালোবাসি প্রিয়।
ঘুম ভাঙা ভোরে আমি মোনাজাতে
‘আসতাগফিরুল্লাহ’ জপি- শুধু আবার
বহমানতার কাছে, আব্বার কাছে
দুর্বাঘাসের শিশির মাড়িয়ে যেতে চাই
পুণ্যের ডালা নিয়ে গোরস্থানে –
যেখানে যাবার অপেক্ষায় আছি।
আমাকে প্রেমের চাদরে ঢেকে দিও প্রিয়
আমি বৃষ্টি আর শস্য ভালোবাসি।
জোছনা আর পাহাড়, ভাসমান জাহাজ
মাছ আর যত প্রাণী; বৃক্ষ আর পুষ্পরাজি-
অদ্ভুত সৌন্দর্যে বিরাজমান বাস্তবতা,
আমি তবুও প্রস্তুত আছি অপ্রস্তুত হয়ে
‘সুবহানাল্লাহ’ অথবা থাকারই কথা নয়
শুকনো মাটির নতুন কবরই তো চেয়েছি!