গোপালপুর পৌরসভার বাজেট ঘোষণা

লালপুর ( নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার ২০২১-২০২২ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
রবিবার (২০ জুন) দুপুরে দেশ ব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে সামাজিক দুরত্ব বজায় রেখে গোপালপুর পৌরসভা চত্বরে স্বাস্থ্যবিধি মেনে সিমিত পরিসরে উন্মুক্ত বাজেট ঘোষনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
 পৌর সচিব ওবায়দুল হক ২০২১-২২ অর্থবছরের বাজেট পেশ করেন। বাজেটে সম্ভাব্য আয় ধরা হয় ২৫ কোটি ৪৫ লক্ষ ৬০ হাজার টাকা। সম্ভাব্য ব্যয় ধরা হয় ২৫ কোটি ৪৫ লক্ষ ৩৬হাজার ৩৬৬ টাকা।
উন্মুক্ত বাজেট অধিবেশনে পৌর মেয়র রোকসানা মোর্ত্তজা লিলির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী,  উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু,  নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ হুমায়ন কবির, গোপালপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ আকরাম হোসেন, নাটোর জেলা আ.লীগের সদস্য উপাধ্যক্ষ বাবুল আকতার, গোপালপুর পৌর আ.লীগের সাধারণ সম্পাদক সাদির প্রমুখ । এছাড়াও পৌরসভার সকল সদস্য-সদেস্যাসহ এলাকার নেতৃস্থানীয় ব্যক্তি ও সুধীজনেরা উপস্থিত ছিলেন।