বনপাড়ায় গাছতলার আবর্জনা থেকে ব্যাগভর্তি টাকা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক/
নাটোরের বড়াইগ্রামের বনপাড়া বাজার বাসস্ট্যান্ড এলাকার একটি গাছ তলার আবর্জনা থেকে ব্যাগ ভর্তি টাকা উদ্ধার করা হয়েছে।ওই গাছতলায় অজ্ঞাত এক পাগলী দিনের পর দিন অবস্থান করতেন। ধারনা করা হচ্ছে ওই পাগলীই তার গচ্ছিত ব্যাগ ভর্তি টাকা ফেলে নিরুদ্দেশ হয়েছেন।
জানাগেছে রবিবার সন্ধ্যায় বনপাড়া বাজার বাসস্ট্যান্ড সংলগ্ন গাছতলায় পৌরসভার পরিচ্ছন্ন কর্মী রতন বাশফোর আবর্জনা পরিস্কার করতে এসে পরিত্যক্ত পলিথিনের স্তুপ থেকে ব্যবহৃত প্লাস্টিকের ব্যাগ ভর্তি এই টাকা উদ্ধার করে।
পরে সাংবাদিক ও পৌর কর্মচারীদের সামনে ব্যাগটি খুলে ২-১০০ টাকার মধ্যে বিভিন্ন টাকার নোট এবং ২ ও ৫ টাকার কয়েন সর্বমোট ১৬ হাজার ২শত ১০ টাকা উদ্ধার করা হয়। গননা শেষে স্থানীয়দের পরামর্শ মতে ওই টাকা পৌর পরিষদের কাছে জিম্মা রাখার জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
টাকাগুলো পৌরসভায় সংরক্ষণ করা হয়েছে । পাগলিকে পাওয়া সাপেক্ষে তার টাকা ফেরত দেওয়া হবে বলে জানাগেছে।