লালপুরে শীত জেঁকে বসেছে

মোজাম্মেল হক/

লালপুর উপজেলায় শীত জেঁকে বসেছে। ঘনকুয়াশা আর তীব্র শীতে জনজীবন বিপর্যপ্ত হয়ে পড়েছে। গত ৫দিন পর সোমবার দুপুরে সূর্যের দেখা মেলেছে।
প্রচন্ড ঠান্ডার কারণে সন্ধার পরপরই হাটবাজার ফাঁকা হয়ে যাচ্ছে। আবার সকালে লোক সমাগম হচ্ছে বেশ দেরীতে। এতে সবচেয়ে বিপদে পড়েছে খেটে খাওয়া সাধারণ মানুষ। তবে তীব্র শীতের কারণে স্টেশনের পাশের পুরনো গরম কাপড়ের দোকান গুলোতে ভীড় বেড়েছে। সকাল থেকে নিম্ন-মধ্যবিত্তসহ সবশ্রেণীর মানুষ শীত নবারণের জন্য কম দামে গরম কাপড় খুজছে সেখানে।
লালপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতি জানান, শীতার্ত মানুষের জন্য ইউপি চেয়ারম্যানদের মাধ্যমে প্রতি ইউনিয়নে সাড়ে ৪শ করে কম্বল বিতরণ করা হয়েছে। সরকারী বরাদ্দ পেলে আরো শীতবস্ত্র বিতরণ করা হবে।
উপজেলা চেয়ারম্যান ইসাহাক আলী বলেন, সরকারী বরাদ্দ ছাড়াও তিনি ব্যক্তিগতভাবে রেলস্টেশনে থাকা ছিন্নমূল মানুষের মাঝে ও প্রতিবন্ধি শিশুদের মাঝে বেশ কিছু কম্বল বিতরণ করেছেন।