আখ মাড়াই বন্ধ থাকা ৬ চিনিকলের কোনো শ্রমিক ছাঁটাই হবে না

পদ্মাপ্রবাহ ডেস্ক/
আখ মাড়াই বন্ধ থাকা ৬  চিনিকলের কোনো শ্রমিক-কর্মচারী ছাঁটাই হবে না বলে জানাগেছে।
কুষ্টিয়া চিনিকল, পাবনা চিনিকল, পঞ্চগড় চিনিকল, শ্যামপুর সুগার মিলস লিমিটেড, রংপুর চিনিকল ও সেতাবগঞ্জ চিনিকলে চলতি মওসুমে আখ মাড়াই করা হবে না। ১৫টি চিনিকলের মধ্যে বাকি ৯টি চিনিকলের আখ মাড়াই করা হবে। তবে আখ মাড়াই না হওয়া চিনিকলের কোনো শ্রমিক-কর্মচারী ছাঁটাই হবে না। এসব চিনিকলের ক্যাচমেন্ট এলাকায় উৎপাদিত ও কৃষকের সরবরাহকৃত আখ ক্রয় করা হবে। রবিবার বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনে অনুষ্ঠিত এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত হয়। শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপির সভাপতিত্বে সভায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এ সময় উপস্থিত ছিলেন।
যেসব মিলে চলতি মৌসুমে আখ মাড়াই করা হবে সেগুলো হলো কেরু অ্যান্ড কোং (বিডি) লিমিটেড, মোবারকগঞ্জ সুগার মিলস, ফরিদপুর চিনিকল, রাজশাহী চিনিকল, নর্থ বেঙ্গল সুগার মিলস, নাটোর সুগার মিলস, ঠাকুরগাঁও সুগার মিলস, জয়পুরহাট চিনিকল ও জিলবাংলা সুগার মিলস।