কবি শাহিনা খাতুন এর কবিতা ‘অন্য আর একদিন’

হে বয়ে চলা নদী
হে চলে যাওয়া কাল
হে অত্যাচারিত ভ্রম্মান্ড
গুটি গুটি পায়ে প্রতিদিন
মৃত্যুর পথে যাই
নশ্বর কলেবরে জমে আছে
দুঃসহ স্মৃতি আর অশুচির দল
এ সকল আমারই সঞ্চয়।
এ সংগ্রহ খুলে খুলে নাও
এ আহরণ মুছে দিয়ে যাও
কুপজলের সাধ্য কি থাকে
অর্ণবের সাথে মিলবার!
ভালবাসা?
সে এক অন্য গল্প
না আজ নয় অন্য আর একদিন
হবে এসব ভালবাসার গল্প।