১ সেপ্টেম্বর থেকে নাটোরে থামবে পঞ্চগড় ও কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন

নিজস্ব প্রতিবেদক/

আগামী ১ সেপ্টেম্বর থেকে নাটোরে থামবে পঞ্চগড় ও কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন দুটি। এতদিন ট্রেন দুটি নাটোরের ওপর দিয়ে চলাচল করলেও নাটোর স্টেশনে থামতো না। ফলে জেলা শহরের যাত্রীসহ জেলাবাসী ট্রেন দুটিতে চলাচলের সুবিধা থেকে বঞ্চিত ছিল। নাটোরে পঞ্চগড় ও কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন দুটি থামার সিদ্ধান্তে অনেকেই অভিনন্দন জানিয়েছেন নাটোর-০২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলকে। সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল জানান, তিনি স্থায়ী কমিটির সভায় মন্ত্রী মহোদয়কে নাটোরে ট্রেন দুটি থামা এবং যাত্রী নেওয়ার জন্য জোরালো দাবি জানিয়েছিলেন। সে আলোকেই এ সিদ্ধান্ত গৃহিত হয়েছে। নাটোর স্টেশনের স্টেশন মাস্টার অশোক চক্রবর্তী জানান, রেলওয়ের পশ্চিমাঞ্চলের সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট আব্দুল আওয়াল স্বাক্ষরিত একটি চিঠি এরই মধ্যে নাটোর স্টেশনে এসে পৌঁছেছে। ট্রেন থামার সময়সূচী তিনি পেয়েছেন। সে অনুযায়ী আগামী ১ সেপ্টেম্বর থেকে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি দুপুর ১২টা ২০ মিনিটে নাটোর স্টেশনে পৌঁছবে এবং ১২টা ২৬ মিনিটে ঢাকার উদ্দেশ্যে নাটোর স্টেশন ছেড়ে যাবে। ঢাকা থেকে এই ট্রেনটি দুপুর ১২টা ৪৫ মিনিটে নাটোর স্টেশনে পৌঁছবে। অপরদিকে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি বিকাল ৫টা ৫০ মিনিটে নাটোর স্টেশনে পৌঁছে যাত্রী নিয়ে ৫টা ৫৫ মিনিটে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে। ঢাকা থেকে যাত্রী নিয়ে রাত ৩টা ১৭ মিনিটে নাটোর স্টেশনে যাত্রা বিরতি দিয়ে কুড়িগ্রাম ফিরে যাবে।