মেলান্দহ হাসপাতালের গাইনি চিকিৎসকের মৃত্যুর ঘটনায় মামলা

নিজস্ব প্রতিবেদক/

জামালপুরের মেলান্দহের গাইনী ডাক্তার সুলতানা পারভীনের মৃত্যুর ঘটনায় মামলা দায়ের হয়েছে। শনিবার (২২ আগস্ট) রাত ১১টার দিকে সুলতানা পারভীনের ভগ্নিপতি আসাদুল হাফিজ চৌধুরী বাদি হয়ে মেলান্দহ থানায় মামলা দায়ের করেন।

মেলান্দহ থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান, মামলায় সুনির্দিষ্ট কোনো আসামি করা হয়নি। বাদি আরজিতে ডাক্তার সুলতানা পারভীনকে আত্মহত্যার জন্য প্ররোচিত করা হয়েছে বলে মামলায় উল্লেখ করেছেন।

আত্মহত্যার জন্য কে বা কারা প্ররোচিত করেছে এমন প্রশ্নে ওসি বলেন, লাশ উদ্ধারের পর থেকেই তদন্ত চলছে। মামলার সূত্র ধরেও তদন্ত হচ্ছে। সন্দেহভাজনদের মোটামোটি শনাক্ত করা হলেও অধিকতর তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দোষী সাব্যস্ত করা যাবে না। পোস্টমর্টেম এবং ভিসেরা রিপোর্টের জন্যও অপেক্ষা করতে হচ্ছে।

উল্লেখ্য, ১৬ আগস্ট সন্ধ্যায় ডা. সুলতানা পারভীনের মৃতদেহ উদ্ধার করা হয়।