লালপুর (নাটোর) প্রতিনিধি /
নাটোরের লালপুর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান (নর্থ বেঙ্গল সুগার মিলের আবসরপ্রাপ্ত সিআইসি) ইন্তেকাল করেছেন।(ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি শনিবার ২৭ আগস্ট সন্ধ্যা ৬:৩০ মিনিটে নিজ বাড়িতে ইন্তেকাল করেন
আজ রবিবার (২৮ আগষ্ট) সকাল ১০টা সময় বালিতিতা রামকৃষ্ণপুর ঈদগাহে রাষ্ট্রীয় মর্যাদায় শেষে মরহুমের জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। বালিতিতা মহেশপুর গোরস্থানে দাফন করা হয়েছে। তিনি ৫ ছেলে ও ৩ মেয়ে সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
লালপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানার নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধার প্রতি সম্মান প্রদর্শন করেন নাটোর পুলিশের একটি চৌকস দল।