মোঃ এনামুল হক
গায়ের মোড়ল সেজে থাকো
মুখে লম্বা গোঁফ,
গাঁয়ে মানেনা আপনি মোড়ল
সবার তরে ক্ষোভ।
গাজা খেয়ে রাজা সাজতে
গাজার কল্কি ধরো,
প্রতিবাদে বড় সাধক
সিদ্ধি সেবন করো।
কল্কি টেনে গোঁফ গুলো
হয়ে গেছে লাল,
এলোমেলো চুলগুলো
অগোছালো জাল।
মিথ্যা সাধক সেজে আছো
পরনে সাদা ধুতি,
লোকদেখানো সাধক সেজে
করছো দশের ক্ষতি।
মিথ্যা সাধক ওহে ভন্ড
করছো কি যে কান্ড,
আইনের হাতে পড়লে ধরা
হবে তোদের দন্ড।