হাসু কবির/
টিকটিক করে সময় ঘড়ি
বছর করে পার
চিরতরে বিদায় নিলো
আসবে না তো আর।
কতো স্মৃতি দুঃখ ব্যথা
বছর জুড়ে ছিলো
ব্যর্থতা আর সফলতাও
জীবন মাঝে দিলো।
কমে গেল জীবন থেকে
বেঁচে থাকার আয়ু
এই কথাটি মনে হলে
কাঁপে ভীষণ স্নায়ু।
খোদার কৃপায় ভালোই কাটে
পরিবারের সনে
শুধু কোভিড শঙ্কা জাগায়
মনে প্রতিক্ষণে।
তবু হ্যাপি বিপদমুক্ত
বছর গেলো চলে
নতুন বছর মঙ্গলময় হোক
আর্জি চোখের জলে।