লালপুর (নাটোর) প্রতিনিধি/
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আগাম সক্রিয় হয়ে উঠছে সম্ভাব্য প্রার্থীরা। এরই ধারাবাহিকতায় নাটোরের লালপুর উপজেলার অর্জুনপুর-বরমহাটি ( এবি) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থিতা জানান দিতে প্রায় দুই শতাধিক মোটরসাইকেল নিয়ে শোডাউন করেছেন ওই ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। শুক্রবার বিকেলে মোটরসাইকেল শোডাউনটি উপজেলার আঙ্গারীপাড়া থেকে শুরু হয়ে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড প্রদক্ষিণ করে বরমহাটি হাই স্কুল মাঠে পথসভা করে। পথসভায় চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদ জানান, এবি ইউনিয়নের আওয়ামীলীগ, যুবলীগ ছাত্রলীগ, এবং এর অঙ্গ সংগঠনের সকল স্তরের নেতাকর্মী সবাই আমার সাথে আছে, আগামী ইউপি নির্বাচনে এখানে আওয়ামীলীগের ইমেজ ধরে রাখতে এবং জয় নিশ্চিত করতে তাঁর বিকল্প নেই, দল যদি তাকে মনোনয়ন দেয় তবে তিনি বিপুল ভোটে জয়লাভ করবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, এবি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবদুল ওয়াহেদ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও ইউপি সদস্য রেজাউল করিম, সাধারণ সম্পাদক আবুল হোসেন, ছাত্রলীগের সভাপতি জিসান মুরাদ,সাধারণ সম্পাদক জনি আহমেদ, সহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ এবং এর অঙ্গ সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক সহ নেতাকর্মীরা।শোডাউনের পূর্বে সকলের মাঝে মাস্ক বিতরণ করা হয়।